আমাদের ভারত, হাওড়া, ১০ জানুয়ারি: হরে রাম হরে কৃষ্ণা বিজেপি মেটাবে এবার বাংলার তৃষ্ণা। বাংলা তৃষ্ণার্ত হয়ে আছে। জল, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকরি সবদিক থেকেই এই বাংলা তৃষ্ণার্ত হয়ে আছে। বিজেপি বাংলায় ক্ষমতায় এসে মানুষের তৃষ্ণা মেটাবে। রবিবার আমতা বন্দর পারিশ্রমিক ক্লাবের পাশ্ববর্তী মাঠে উলুবেড়িয়া উত্তর ১ নং মন্ডলের উদ্যেগে আয়োজিত এক প্রতিবাদ সভায় মানুষকে এই আশ্বাস দেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের আমফান দুর্নীতি, রেশনের চাল চুরির কেলেঙ্কারি, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, একশো দিনের কাজের দুর্নীতি, বাংলায় কৃষকদের প্রতি বঞ্চনা সহ একাধিক দুর্নীতির প্রতিবাদে আয়োজিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি প্রত্যুষ মন্ডল সহ অন্যান্যরা।
এদিন জয় বলেন, এবারের নির্বাচনের লড়াই কঠিন সুতরাং সকলকে সংঘবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হতে হবে। বিজেপির নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলা, সোনার বাংলা গড়ার জন্য সকলের সহযোগিতা প্রার্থনা করেন জয় বন্দ্যোপাধ্যায়। এদিন জয় বলেন, এলাকায় নোংরা আবর্জনা জমলে যেরকম দুর্গন্ধ ছড়ায় সেই রকম তৃণমূল বাংলায় দুর্গন্ধ ছড়াচ্ছে। কারণ তৃণমূল দলটা পচে গেছে। আমরা ক্ষমতায় এসে বাংলা থেকে তৃণমূল নামক আবর্জনাটাকে বাংলা থেকে সরিয়ে বাংলাকে দুর্গন্ধমুক্ত করব। জয় বলেন, আগে আমরা বলতাম সিপিএম কংগ্রেস তৃণমূলকে দেখেছেন এবারে আমাদের একবার সুযোগ দিয়ে দেখুন, আর এখন বাংলার মানুষ বলছে আপনাদের এবারে সুযোগ দেব আপনারা পরীক্ষা দিয়ে দেখান। আর সেই কারণেই আমরা এখন কঠিন পরিশ্রম করছি। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের যৌথ হোম ওয়ার্ক করছি। তিনি বলেন, উলুবেড়িয়া উত্তর বিধানসভা সিটটা বিজেপিকে দিলে বিজেপি মানুষের মনের আশা পূরণ করবে।
এদিনের এই প্রতিবাদ সভায় প্রচুর বিজেপি কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন।