নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: শহিদ মিনারে অমিত শাহের সভায় ২০ হাজার সংখ্যালঘু কর্মী আনতে তৎপর রাজ্য বিজেপি। আগামী রবিবার কলকাতায় সিএএর সমর্থনে সভা করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সভাতে একলক্ষ মানুষের জমায়েত করার লক্ষমাত্রা নিয়েছে রাজ্য বিজেপি। তার মধ্যে ২০ হাজার মাইনরিটি মোর্চার কর্মীদের শহিদ মিনারে আনার চেষ্টা শুরু করেছেন রাজ্য বিজেপি নেতারা। দলের মাইরিটি মোর্চার সভাপতি আলি হোসেনকে এ ব্যাপারে বাড়তি দায়িত্ব দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।
তিনি বলেন, সিএএ নিয়ে বিরোধীরা রাজ্যের সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন। আর তার জন্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘুদের উদ্দেশ্যে কলকাতায় বক্তব্য রাখবেন। আমরা চাইছি রাজ্যের সংখ্যালঘুরা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকেই সিএএ নিয়ে কেন্দ্রের অবস্থান শুনবেন। তাহলেই বিরোধীদের ভুল বোঝানোর চক্রান্ত দূর হবে বলে জানান মাইনরিটি মোর্চার সভাপতি আলি হোসেন। তিনি আরও বলেন, আমাদের মাইনরিটি মোর্চার সিংহভাগ সদস্যই অমিত শাহের সভায় উপস্থিতি থাকবেন বলে জানান তিনি।