বনগাঁয় গুলি খেলাকে কেন্দ্র করে বিজেপি সমর্থকদের এলোপাথাড়ি কোপ, আহত ৬

আমাদের ভারত, বনগাঁ, ৩ জুন: গুলি খেলাকে কেন্দ্র  করে  বিজেপি সমর্থকদের এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ।এই ঘটনায় আহত পাঁচ বিজেপিসমর্থক ও তৃণমূলের 
একজন। আহতরা হাসপাতালে ভর্তি। এদের মধ্যে  বিজেপির এক ও তৃণমূলের একজনের অবস্থা  আশঙ্কাজনক।তাঁদের কলকাতার হাসপাতালে নিয়ে  যাওয়া হয়েছে। কিন্তু পুলিশের হুমকির ভয়ে ঘটনা  চেপে  যেতে বাধ্য হয়েছিল গ্রামবাসীরা। তারপরেও  হাসপাতাল  থেকে ছাড়া পাওয়ার পরভএক  বিজেপি সমর্থককে  গ্রেফতার করে পুলিশ। এরপর বিজেপি সমর্থকরা  সোচ্চার  হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪  পরগণার বনগাঁ থানার পাঞ্চিতা এলাকায়। ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার এলাকায় যান বনগাঁর উত্তরের বিধায়ক বিশ্বজিত দাস। তিনি দুইপক্ষকে শান্তির বার্তা দেন।  

স্থানীয় সূত্রের খবর, গত শুক্রবার এলাকার বাচ্চারা গুলি খেলছিল। সেই খেলা নিয়ে বাচ্চাদের মধ্যে মারামারি হয়। সেই ঝামেলা মেটাতে গিয়ে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ  বাঁধে। সেই সংঘর্ষ মিটেও যায়। রাতে বিজেপি  সমর্থকরা মাঠ থেকে বাড়ি ফেরার পথে  তৃণমূল সমর্থকরা  দাঁ কুড়ুল ও ভোজালি দিয়ে এলোপাথাড়ি  কোপ দেয় বলে  অভিযোগ। এই ঘটনায় আহত হয় পাঁচ বিজেপি সমর্থক। ও একতৃণমূল সমর্থক। আহতরা হলেন সেন্টু ঘোষ, রিন্টু ঘোষ, প্রদীপ ঘোষ,  সৌরভ ঘোষ ও  সাগর ঘোষ।এদেরমধ্যে কারও মাথায় কারও  হাতে ও  পিঠে কোপ লাগে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের বনগাঁ  মহকুমাহাসপাতালে ভর্তি করে।

একদিন পর প্রদীপ ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেই  তাঁকে পুলিশ গ্রেফতার করে। এতো বড় ঘটনা হলেও  পুলিশ তাঁদের হুমকি দেয় ঘটনার কথা চেপে যেতে, বলে অভিযোগ। তারা চেপেই ছিল আজ চার দিন ধরে। কিন্তু
 ঘটনার কথা জানাজানি হতেই আজ বুধবার পাঞ্চিতা এলাকায় যান বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত দাস।

বিশ্বজিত দাস বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় যাই। দুইপক্ষকে শান্তির বার্তা দিয়ে এসেছি। যদিওপুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, ঝামেলা দুই পক্ষই সমান দোষি হলেও পুলিশ কি করে হাসপাতাল থেকে ছাড়ার পর এক অসুস্থ গ্রামবাসীকে গ্রেফতারকরে? পুলিশের এই পক্ষপাতিতকে ধিক্কার জানিয়েছেন বিধায়ক বিশ্বজিত দাস। বনগাঁর মহকুমা পুলিশ আধিকারিক অশেষবিক্রম দস্তিদারকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন ঘটনার কথা তাঁর জানা নেই।                                                                                                                                                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *