আমাদের ভারত, ২ আগস্ট: বিজেপির রাজ্য নেতা ও সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল পুলিশ। মঙ্গলবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
সন্ময় সামাজিক মাধ্যমে লিখেছেন, “ধন্যবাদ মুখ্যমন্ত্রী। ধন্যবাদ ফেরেপবাজ ভাইপো। আমন্ত্রণ পেলাম। কলকাতা পুলিশের গল্ফ গ্রিনের অফিসার ইন চার্জ ডেকে পাঠিয়েছেন আমাকে। লিখে পাঠিয়েছেন, “দেয়ার আর রিজনেবল গ্রাউন্ডস টু কোশ্চেন ইউ টু অ্যাসারটেন ফ্যাক্টস অ্যান্ড সারকামস্টেন্সেস ফ্রম ইউ ইন রিলেশন টু দি ইনভেস্টিগেশণ অফ দি কেস। হেন্স ইউ আর ……।”
সন্ময় আরও লিখেছেন, “অপেক্ষায় ছিলাম এই ডাক কবে আসবে, কখন আসবে। এল শেষ পর্যন্ত। অপেক্ষার অবসান করে। হয়তো আমাকে শ্রীঘরে নেবেন। পুরুলিয়া নিয়ে যাওয়ার আগে খড়দহ থানায় যা করেছিলেন হয়তো সেটাও আবার করবেন। ২০১৯ এর পুনরাবৃত্তির হয়তো আবার চেষ্টা করবেন। অপেক্ষায় থাকলাম। সব কিছু করুন। একটাই শর্ত শুধু লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের জীবনে অন্ধকার মুছে আলোটা ফিরিয়ে দিন। আমি সোয়ে নেব সব কষ্ট, কথা দিলাম মুখ্যমন্ত্রী।“
প্রসঙ্গত একটি বৈদ্যুতিন পোর্টালে এবং ফেসবুকে নিয়মিত বিভিন্ন বিষয়ে অন্তর্তদন্তমূলক আলোচনা করেন সন্ময়। দর্শক এবং নেটানাগরিকদের মধ্যে সেগুলো বিশেষ আলোড়ন ফেলে। ২০১৯-এ পুলিশ তাঁর বাড়িতে গিয়ে বলপূর্বক গ্রেফতারও করেছিল।