সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন এবং ভারতীয় নাগরিক পঞ্জীর অপপ্রচার ও বিভ্রান্তি রুখতে এবার পুরুলিয়ায় মাঠে নামল বিজেপি।
বৃহস্পতিবার, এই নিয়ে একটি মিছিল করল পুরুলিয়া বিজেপি। পুরুলিয়া শহর মন্ডলের উদ্যোগে ওই মিছিলে জেলা নেতৃত্ব ও স্থানীয় নেতা কর্মীরা অংশ নেন। পুরুলিয়া স্টেশনের কাছ থেকে ওই মিছিলের সূচনা হয়।মেইন রোড ধরে মিছিল শেষ হয় ট্যাক্সি স্ট্যান্ডে।
সেখানে একটি পথসভা হয়। ছোট্ট ওই দলীয় সভায় বক্তব্য রাখেন অবিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৃহমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন,‘আমরা অপপ্রচার রুখতে জেলা জুড়ে মানুষের কাছে যাবো। দলীয় কর্মসূচির মাধ্যমে এই কাজ করে যাবো।’
বক্তব্যে তিনি রাজ্যে হিংসাত্বক ঘটনার নিন্দা করে বলেন, ‘দেশের কোটি কোটি টাকা ক্ষতি হল। হাজার হাজার মানুষ হয়রানি ও দুর্ভোগে পড়েন। আর রাজ্য সরকার দাঁড়িয়ে দেখল।’মিছিলের উদ্যোগী শহর মণ্ডল(দক্ষিণ) সভাপতি সত্যজিত অধিকারি বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন এবং ভারতীয় নাগরিক পঞ্জী নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সুবিধাবাদীরা। আখেরই সাধারণ মানুষের ক্ষতি করছে তারা। এটা যে কোনও ব্যক্তিরই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না।’