নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ মার্চ:
করোনার আতঙ্ক এবার পড়তে চলেছে পুরভোটে। সোমবার পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের সেই বৈঠকে করোনা নিয়ে প্রশ্ন তুলতে পারে রাজ্য বিজেপি। প্রসঙ্গত, করোনার কারণে রাজ্যের স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তারপরেই রাজ্যের এমন সিদ্ধান্তের ফলে পুরভোট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্য বিজেপি।
সূত্রের খবর, এইসময় পুরভোট হলে বড়ো জমায়েত করতে অসুবিধে হবে। করোনার আতঙ্কের কারণে বাড়ি বাড়ি প্রচারে অসুবিধে হবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। তাই এইসময়ে ভোট নিয়ে রীতিমতো প্রশ্ন তুলবে বিজেপি। যদিও পুরভোট পিছিয়ে দেবার জন্য সরাসরি রাজ্য বিজেপি কমিশনকে কিছু বলবে না। মুরলিধর সেন লেন শুধু প্রচার নিয়ে প্রশ্ন তুলবে। কারণ কেরল ইতিমধ্যেই নিজের রাজ্যে বড়ো জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করছে। আইপিএল বন্ধ করা নিয়েও মাদ্রাজ হাইকোর্টে মামলা হয়েছে। তারমধ্যেই পুরভোট হলে করোনার আতঙ্ক থাবা বসাতে পারে বলে কমিশনকে জানাবে রাজ্য বিজেপি।