BJP, protests, Purulia, lorry, হাড় ভর্তি লরি আটকে বিজেপির বিক্ষোভ পুরুলিয়া শহরে

সাথী দাস, পুরুলিয়া, ৩১ মার্চ: হাড় ভর্তি লরি আটক করে বিক্ষোভ দেখাল বিজেপি। রবিবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহরের বরাকর রোডে গাড়িখানা এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ, রোজ সকালে এই রাস্তা দিয়ে হাড় ভর্তি করে লরিতে করে নিয়ে যাওয়া হয়। আজ সকালে বিজেপি কর্মীরা এমনই একটি ছোট লরিকে আটক করে। দেখা যায় লরি সম্পূর্ণ ভাবে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় রয়েছে। বিজেপি কর্মীরা সেই ত্রিপল খুলে দিতেই দেখা যায় হাড়ের স্তূপ করে রাখা রয়েছে। দাঁড়িয়ে থাকা লরি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার পুলিশ পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের দাবি, ওই গাড়ির মালিককে ঘটনা স্থলে আসতে হবে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পুলিশের সাথে ধস্তধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আরো বিশাল পুলিশ বাহিনী। তারপরেই সেখান থেকে হাড় বোঝাই গাড়িটিকে উদ্ধার করে পুরুলিয়া সদর থানায় নিয়ে যায় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। মোতায়েন করা হয় পুলিশ।

অন্যদিকে, পুরুলিয়া সদর থানায় উদ্ধার করা গাড়িটিকে না দেখতে পেয়ে সেখানে বিক্ষোভ দেখান বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য সুরজ শর্মা বলেন, গাড়িটি ওই রাস্তা দিয়ে পেরনোর সময় পচা দুর্গন্ধ পেতেই আমাদের সন্দেহ হয়। গাড়ি আটকে চালককে জিজ্ঞাসা করতেই সে জানায় সেটি পুরুলিয়ার কসাই মহল্লা থেকে আসছে। তার মানে এখনও কসাইখানা চালু আছে। এর তদন্তের দাবি জানিয়েই আমরা বিক্ষোভ দেখাই।”

এই বিক্ষোভের সামনের সারিতে থাকা বিশ্ব হিন্দু পরিষদের ধর্ম প্রসার বিভাগের নগর প্রমুখ আরিয়ান দেব বলেন, “আমরা প্রশাসনের কাছে তদন্ত দাবি করছি। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা সাধারণ মানুষের সঙ্গে আন্দোলন করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *