অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৬ সেপ্টেম্বর: নবান্ন অভিযানে বিজেপি নেতা কর্মীদের উপর পুলিশের হামলা ও রাজ্যজুড়ে পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার গোপীবল্লভপুর থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন বিজেপি নেতা কর্মীরা গোপীবল্লভপুর বাজারে মিছিল করার পাশাপাশি থানা চত্বরে এসে বিক্ষোভ দেখান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুমন্ত মহান্তি, বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির প্রাক্তন সম্পাদক স্বপন রথ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পরে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টির অভিযোগে একাধিক বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। যাদের এখনো মুক্তি দেওয়া হয়নি। তাই গ্রেফতার হওয়া বিজেপি নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্য বিজেপির সিদ্ধান্ত মতো এই কর্মসূচি বলে জানা গেছে।