পুলিশ লকআপে বন্দিমৃত্যুর প্রতিবাদে বাগবাজারের বিজেপির মিছিলে ধুন্ধুমার, গ্রেফতার বহু নেতা-কর্মী

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১১ ফেব্রুয়ারি:
সিঁথি থানায় পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর জেরে উত্তর কলকাতার বাগবাজারে বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার। মঙ্গলবার দুপুরে পুলিশ এই মিছিলে বাধা দিলে বিজেপি পুলিশের রীতিমত খন্ডযুদ্ধ বেঁধে যায়। মৃত্যুর প্রতিবাদে থানায় জমায়েত হন বিজেপি কর্মী সর্মথকরা। ছিলেন উত্তর কলকাতা জেলার সভাপতি দীনেশ পান্ডে, রাজু বন্দ্যোপাধ্যায়।

সোমবার সন্ধ্যায় পুলিশ লকআপে মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপি সিঁথি থানা ঘেরাওয়ের ডাক দেয়। কিন্তু তাতে পুলিশ ছাড়পত্র না দেওয়ার কারণে বিজেপি সমর্থকেরা জমায়েত করেন বাগবাজারে। কিন্তু পুলিশ এসে এই অবস্থান তুলতে গেলে শুরু হয় বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ। এই ঘটনায় বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়কে, উত্তর কলকাতা জেলার সভাপতি দীনেশ পান্ডে সহ বহু নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শতাধিক বিক্ষোভকারীকে ভ্যানে তুলে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, এদিন সিঁথিকাণ্ডে হাইকোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তিকে তাঁর সামনেই পিটিয়ে মারা হয়েছে বলে দাবি করলেন এক কাগজকুড়ানি। ওই কাগজকুড়নির কাছ থেকেই চোরাই মাল কিনেছিলেন বলে রাজকুমার সাউ নামে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল পুলিশ। এই ঘটনায় ৩ পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরেরও ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট।

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। রাজকুমার সাউ নামে এক ব্যক্তিকে চোরাই মাল কেনার অভিযোগে গ্রেফতার করে সিঁথি থানার পুলিশ। সেই কারণে তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এদিন। তার মাঝেই তাঁর শরীর খারাপ হয়ে যায় বলে বাড়ির লোককে জানায় পুলিশ। এরপর বাড়ির লোকেরা তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলেই ঘোষণা করা হয়।

ওই ব্যক্তির মৃত্যুর পর তৃণমূল ও বিজেপি দু’পক্ষই পরস্পরকে দোষারোপে নেমে পড়ে। সিঁথি থানার সামনেই তৃণমূল ও বিজেপির মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়িও। বিজেপির অভিযোগ, লাঠি রড দিয়ে বিজেপি নেতা ও কর্মীদের মারধর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে পরিস্থিতি সামাল দেন ডিসি (উত্তর) জয়িতা বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *