সাথী প্রামানিক, পুরুলিয়া, ২২ নভেম্বর: তিন মাসে বিল নিয়ে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে বিদ্যুৎ দফতর। তাই মাসে মাসে বিদ্যুতের বিল নেওয়ার দাবিতে মিছিল করে জেলা জুড়ে স্মারক লিপি দিল বিজেপি। শুক্রবার, জেলার প্রায় প্রতিটি ব্লকে দলীয় এই কর্মসূচি পালিত হয় বলে দাবি করেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি। এদিন পুরুলিয়া শহরেও এই কর্মসূচি করে বিজেপি। পুরুলিয়া শহর মন্ডলের পক্ষে সভাপতি সত্যজিত অধিকারি স্থানীয় বিদ্যুত্ দফতরের আধিকারিকের হাতে স্মারক লিপি তুলে দেন। তার আগে মিছিল অনুষ্ঠিত হয় পুরুলিয়া জুবিলি ময়দান থেকে। মিছিলে ছিলেন বিজেপি জেলা সভাপতি, জেলা ও শহর নেতৃত্ব এবং কর্মীরা।
স্মারকলিপিতে তিন মাসের বদলে প্রত্যেক মাসে ইলেকট্রিক বিলের ব্যবস্থা করা, অন্য রাজ্যের তুলনায় এরাজ্যে ইউনিট পিছু বেশি টাকা নেওয়ার অভিযোগ করা হয়। বর্তমানে তিন মাসের বিল একসাথে ইউনিট যোগ করে দিতে হয় গ্রাহকদের। এরই কারণে ইউনিট পিছুবাড়তি টাকা দিতে হচ্ছে গ্রাহকদের। তারই প্রতিবাদে এই মিছিল বলে জানান জেলা বিজেপি সভাপতি।