পুরভোট পিছনের দাবিতে কমিশনে যাচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়

নীল বনিক, আমাদের ভারত, ২০ ফেব্রুয়ারি: পুরভোট পিছনোর দাবিতে কমিশনে যাবে রাজ্য বিজেপি। সূত্রের খবর আজ বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে রাজ্য বিজেপি। দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায় পুরভোট পিছিয়ে দেবার দাবিতে দুপুর একটায় কমিশানে যাবে।

বিজেপি নেতাদের দাবি, বর্তমান সময়ে মাধ্যমিক পরীক্ষা চলছে। প্রায় ২৫ দিন কোনও মাইক প্রচার করা যাবে না। এরপরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তখনও মাইক প্রচারে বিধিনিষেধ থাকবে। তারজন্যই পুরভোট পিছিয়ে দেওয়ার দাবি নিয়ে আজ কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা মুকুল রায়।
প্রসঙ্গত, দু- দফায় রাজ্যের পুরভোট সম্পর্ন করতে চায় নবান্ন। প্রথম দফায় কলকাতা এবং হাওড়া পুরসভার ভোট করতে চায় রাজ্য সরকার। ১২ এপ্রিল এই দুই পুরসভায় ভোট করতে চাইছে রাজ্য।
আর অন্যদিকে বাদবাকি পুরসভাগুলির ভোট আগামী ২৬ কিংবা ২৭ এপ্রিল করতে চাইছে সরকার বলে নবান্ন সূত্রে খবর।

পুরভোট করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে কমিশনের কর্তারা। বুধবার কমিশন দফতরে উত্তরচব্বিশ পরগনা ও হাওড়া জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছে রাজ্য নির্বাচন কমিশন। উত্তর ও দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারীকদের সঙ্গেও কলকাতার পুরনির্বাচন নিয়ে গতকাল বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনের আধিকারীকরা। পুরনির্বাচন নিয়ে যখন রাজ্য রাজনীতির মাটি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, সেইসময় ভোট পিছানোর দাবিতে দুপুরে কমিশনের দ্বরস্থ হচ্ছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *