নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: বেহালা থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার বিষ্ণুপুরের সাংসদ বেহালার ১২৫ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে যান। দলের যে সমস্ত বিজেপি কর্মীরা দীর্ঘদিন ধরে বাড়িতে ঢুকতে পারছে না তাদের বাড়িতে এদিন দেখা করতে যাওয়ার কথা ছিল বিজেপি সাংসদ সুভাষ সরকার ও সাংসদ সৌমিত্র খাঁর। বিজেপি কর্মীদের সঙ্গে দুই বিজেপি সাংসদ শীলপাড়ার পার্টি অফিস থেকে বের হতেই পুলিশ তাদের আটক করে। সেখান থেকে বিজেপির দুই সাংসদকেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতার হবার পরে সৌমিত্র খাঁ বলেন, আমাদের দলীয় কর্মসূচি না করতে দেবার জন্যই গ্রেফতার করেছে পুলিশ। রাজ্যে গণতন্ত্র নেই। তার জন্যই গণতান্ত্রিক কর্মসূচি করতে দিল না পুলিশ। তবে বিজেপি দলীয় কর্মীদের পাশে থাকবে। আমাদের গ্রেফতার করে বেহালায় বিজেপিকে তৃণমূল আটকাতে পারবে না বলেও জানান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।