আমাদের ভারত, নদীয়া, ১৯ সেপ্টেম্বর: হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় নিজের বাড়ির কাছের সরস্বতী পুজোর মণ্ডপে দুষ্কৃতীদের হাতে খুন হন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেই মামলায় দুই অভিযুক্ত সুজিত মন্ডল ও অভিজিৎ পুন্ডারীকে গ্রেফতার করে পুলিশ।
পরে ঘটনার তদন্তভার সিআইডি নেওয়ার পরে এই ঘটনায় ষড়যন্ত্রকারী হিসেবে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ও কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় সহ ৩ জনের বিরুদ্ধেও এই খুনে যুক্ত থাকার অভিযোগ ওঠে। আর সেই মামলাতেই বুধবার বিধাননগরের এমএলএ ও এমপি আদালতে সুজিত মন্ডল ও অভিজিৎ পুন্ডারীকে দোষী সাব্যস্ত করলেও বেকসুর খালাস পান এমপি জগন্নাথ সরকার। বিধায়ক মুকুল রায় সহ ৩ জনকে নির্দোষ বলে রায় দেয় আদালত। আর বুধবার এই রায় দানের খবর আসার পরই ক্ষোভে ফেটে পড়েছেন সত্যজিৎ বিশ্বাসের পরিবার।
অন্যদিকে এই মামলায় বেকসুর খালাস পাওয়ায় পর বুধবার সন্ধ্যায় রানাঘাটে বিজেপির দলীয় কার্যালয়ে এমপিকে মালা পরিয়ে সংবর্ধনা জানান বিজেপি নেতা কর্মীরা।