Modi, BJP, বিনামূল্যে রেশন, সস্তায় রান্নার গ্যাস, ওষুধের দামে ছাড়ের সাথে অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক ভোটের প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে

আমাদের ভারত, ১৪ এপ্রিল: প্রকাশিত হলো বিজেপির নির্বাচনী ইস্তেহার তথা মোদীর সংকল্পপত্র। সেখানে উল্লেখ আছে বিনামূল্যে রেশন, সস্তায় রান্নার গ্যাস, ওষুধের দামে ছাড়ের মত বড় বড় প্রতিশ্রুতির। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক ভোটের মতো দেশের রাজনৈতিক পরিকাঠামো বদলে দেওয়ার মতো প্রতিশ্রুতিও রয়েছে মোদীর গ্যারান্টি ২০২৪- এর ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে।

দেশের সমস্ত ৭০ ঊর্ধ্বোদের সত্য আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসা হবে। তরুণ প্রজন্ম এবং মহিলাদের জন্য নয়া সম্ভবনার দরজা খুলে দেওয়ার একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে।

নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ইস্তেহারে বলা হয়েছে, ভোটে জিতলে মোদী সরকার আগামী পাঁচ বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়া চালিয়ে যাবে।

সৌর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ভারতের কয়েক কোটি পরিবারের বিদ্যুতের বিল শূন্য করে দেওয়া হবে।

সস্তায় বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মোদীর সংকল্প পত্রে।

একইসঙ্গে বিজেপি স্পষ্ট করে দিয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটে জিতলে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে।
মোদী সরকার।

দাবি করা হয়েছে, তৃতীয় বার মোদী সরকার ক্ষমতায় এলে ভারতে এক দেশ এক ভোট কার্যকর করবেন তারা।

৭০ বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে। সব আয়ের সীমার নাগরিকরা এর অধীনে আসবেন। এছাড়াও রূপান্তরিতদেরও আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে।

জন ঔষধি সেন্টার থেকে বিক্রি হওয়া ওষুধের দামে ৮০ শতাংশ হারে ছাড় দেওয়া হবে।

বিজেপি জিতলে আগামী সরকার আইটি, শিক্ষা, স্বাস্থ্য, রিটেলের কাজ করার জন্য ১০ কোটি তরুণীকে প্রশিক্ষণ দেবে।

স্বনিধি যোজনায় পঞ্চাশ হাজার টাকা অবধি ঋণের সীমা বাড়ানো হবে। মুদ্রা যোজনাতে ঋণের সীমা ১০ লাখ থেকে বাড়িয়ে ২০ লাখ করা হবে।

দেশের তিনটি মডেলের বন্দে ভারত এক্সপ্রেস চলবে। এছাড়াও পশ্চিমের পাশাপাশি উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতেও বুলেট ট্রেন চালু করা হবে।

মোদী সরকার আবার ক্ষমতায় এলে দেশে ন্যাচারাল ফার্মিং- এর ওপর জোর দেওয়া হবে।

গ্লোবাল নিউট্রেশন হাব তৈরির জন্য শ্রী অন্নের ওপর জোর দেওয়া হবে। এতে দু’ কোটিরও বেশি কৃষক উপকৃত হবে বলে দাবি বিজেপির।

ক্ষমতায় এলে মোদী ফিশারি স্টোরেজের উন্নয়ন করবে।

পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প জারি থাকবে দেশে।

বিজেপি ক্ষমতায় এলে পাঁচ বছরে আরও তিন কোটি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে।

২০২৫ সালে রাষ্ট্রীয় স্তরে বিরসা, মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী পালন করা হবে।

তামিল ভাষাকে বিশ্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচার করবে আগামী মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *