সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ সেপ্টেম্বর: আর জি কর কান্ডে পুলিশ এবং প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বিজেপির মহিলা শাখা। এই ক্ষোভ জানাতে এবং পুলিশ প্রশাসনকে শুদ্ধ করতে আজ মহিলা মোর্চার উদ্যোগে বাঁকুড়ায় এস পি অফিস ঘেরাও এবং শুদ্ধিকরণ কর্মসূচি পালিত হয়। আজ সকালে বাঁকুড়া জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ববিতা ব্যনার্জির নেতৃত্বে বিরাট মিছিল করে এস পি ঘেরাও করা হয়।মহিলা মোর্চার অভিযান ঘিরে এস পি অফিস সংলগ্ন এলাকায় পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। পুলিশ মিছিলের গতিরোধ করলে সেখানেই বিক্ষোভ শ্লোগান শুরু হয়। চলে সভা।
মহিলা মোর্চার জেলা সভানেত্রী ববিতা ব্যনার্জি বলেন, আর জি কর কান্ড বাংলার মাথা হেট করে দিয়েছে। এই কান্ডে স্থানীয় টালা থানার আইসি যুক্ত তা পরিষ্কার। তিনি এই কান্ডে গ্ৰেফতার হয়েছেন। এর থেকেই পরিষ্কার পুলিশ প্রশাসন এই কান্ডে যুক্ত।কাজেই এই নৃশংস হত্যা কাণ্ডের বিচার, দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি সমস্ত পুলিশ বিভাগের শুদ্ধিকরণ প্রয়োজন। পুলিশ বিভাগের কাজ ও মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে আজ রাজ্যজুড়েই এই কর্মসূচি পালিত হচ্ছে। বাঁকুড়া জেলা জুড়েও এই কর্মসূচি পালিত হচ্ছে।