এনআরসি নিয়ে সভা বিজেপির লিগ্যাল সেলের

আমাদের ভারত, রামপুরহাট, ২৭ নভেম্বর: বিজেপির লিগ্যাল সেলের পক্ষ থেকে ৩৭০ ধারা বাতিলের পক্ষে সভা করা হল রামপুরহাটে। সভায় এনআরসি করার দাবি জানানো হয়েছে। রামপুরহাট আদালতের আইনজীবী সত্যেন দাসের নেতৃত্বে সভার আয়োজন করা হয়। রামপুরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দশের পল্লির ফাঁকা জায়গায় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, সিউড়ি আদালতের আইনজীবী গৌতম তিওয়ারি, প্রাক্তন জেলা সভাপতি তাপস মুখোপাধ্যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে ৩৭০ ধারা বাতিলের পক্ষে সাওয়াল করেন সকলে।

শ্যামাপদবাবু বলেন, “এনআরসি নিয়ে তৃণমূল মুসলিম, আদিবাসী ও গরীব মানুষদের মধ্যে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কাউকে তাড়াব বলছি না। তবে সকলেরই নাগরিক পঞ্জিকরণ করা বাধ্যতামূলক। যারা ১৯৫০ সালের আগে ভারতবর্ষে এসেছেন তাদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ তারা ভারতীয়। তারা আর পাঁচজনের মতো সম্মানের সঙ্গেই থাকবেন। কিন্তু যারা পরে এসেছেন তাদের নিয়ে সরকার ভাবনা চিন্তা করবে। কারণ ভারতবর্ষ তো আর লঙ্গড়খানা নয়। যে আসবে সেই খেয়ে চলে যাবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *