আমাদের ভারত, কলকাতা, ৫ নভেম্বর: কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রাকে ঘিরে সম্প্রতি নারকেলডাঙায় অশান্তি ছড়িয়েছিল বলে অভিযোগ। ব্যাপক ভাঙ্গচুর হয় বিজেপি-র পার্টি অফিসে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টও ছড়িয়ে পড়ে। দুষ্কৃতী তাণ্ডবে ক্ষতিগ্রস্ত নারকেলডাঙা পার্টি অফিসটি মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেন বিজেপি নেতৃত্ব।
শুক্রবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে নারকেলডাঙা। সংঘর্ষের জেরে আটকে পড়ে কালী প্রতিমার বিসর্জন মিছিল। ভাঙ্গচুর হয় একাধিক গাড়ি। অবরুদ্ধ হয়ে পড়ে সমস্ত নারকেলডাঙা রোড। ঘটনাস্থলে পৌঁছায় নারকেলডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয়। পাশাপাশি চলে গুলি। ঘটনায় আহত হন এক সিভিক ভলান্টিয়ার। গভীর রাত পর্যন্ত চলে এই ঘটনা।
মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ। ভাঙ্গচুর হওয়া অফিসের বিভিন্ন অংশের অবস্থা মুঠোফোনে ধরে রাখেন তিনি। পার্টি অফিসে মুসলিমরা ভাঙ্গচুর করে বলে দাবি তোলে বিজেপি।
মূল ঘটনার পরে সামাজিক মাধ্যমে এ ব্যাপারে মন্তব্য করে কলকাতা পুলিশ। তারা দাবি করে, নারকেলডাঙার ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। কালীপুজোর বিসর্জনে কোনও হামলা হয়নি। গোটা ঘটনা ঘটেছে বাইক পার্কিংকে কেন্দ্র করে।