নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৩১ ডিসেম্বর: কল্পতরু উৎসবে ইংরেজি নববর্ষের দিন জনসংযোগে নামছে বিজেপি। বুধবার কাশীপুর উদ্দ্যানবাটিতে কল্পতরু উৎসবে আসা ভক্তদের মধ্যে জয়নগরের মোয়া বিতরণ করবেন বিজেপি নেতারা। প্রথমে সকালে বিজেপি নেতারা উদ্দ্যানবাটিতে যাবেন। সেখানে গিয়ে জয়নগরের মোয়া দিয়ে ঠাকুরকে পুজো দেবেন বিজেপি নেতারা। তারপর জয়নগরের মোয়া প্রসাদই কল্পতরু উৎসবে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি। তিনি বলেন, জয়নগরের থেকে ইতিমধ্যেই মোয়া চলে এসেছে। নিষ্ঠাভরেই আগামীকাল রামকৃষ্ণ পরমহংসদেবকে পুজো করবেন বিজেপি কর্মীরা।
আগামীকাল বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। উপস্থিত থাকবেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সকাল ন’টার সময় বিজেপি নেতারা প্রথমে ঠাকুরের বাড়িতে যাবেন। তারপর সকাল ১০টা থেকে কাশীপুরে মোয়া বিতরণ করা হবে বলে জানান বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি।