ঘর ভাঙলো বিজেপির, বালুরঘাটে দুই পঞ্চায়েত প্রধানের যোগদান তৃণমূলে, অস্বস্তিতে গেরুয়া শিবির

আমাদের ভারত, বালুরঘাট, ১২ জানুয়ারি: বিজেপিতে ধারাবাহিক ভাঙন দক্ষিণ দিনাজপুরে। তৃণমূলের পতাকা তুলে নিলেন দুই পঞ্চায়েত প্রধান। অস্বস্তিতে গেরুয়া শিবির। রবিবার বালুরঘাটের ডাঙ্গা পঞ্চায়েতের প্রধান মল্লিকা সূত্রধর (কর্মকার) এবং অমৃতখন্ড পঞ্চায়েতের প্রধান মেরিলা মুর্মু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বালুরঘাটে তাঁদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের সভাপতি অর্পিতা ঘোষ। জেলা নেতৃত্বদের উপস্থিতিতে বালুরঘাটের দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দলবদল কর্মসূচির আয়োজন হয়।

উল্লেখ্য, সম্প্রতি জেলা পরিষদের সভাধিপতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। এবারে একইসাথে দুই পঞ্চায়েত প্রধান বিজেপি ছাড়ায় খানিকটা বিপাকে গেরুয়া শিবির।

যদিও বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন জানিয়েছেন, ভয় দেখিয়ে বেশকিছু বিজেপি কর্মীকে তৃণমূলে নিয়ে যাওয়া হচ্ছে। এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।

দল পরিবর্তন করে দুই প্রধান জানিয়েছেন, এলাকার উন্নয়ন তরান্বিত করতেই তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়েছেন।

তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন, দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছেন। বিজেপিতে থেকে উন্নয়ন করা সম্ভব নয় বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দুই পঞ্চায়েত প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *