নীল বনিক, আমাদের ভারত, ২৯ মার্চ: করোনা পরিস্থিতির সঙ্গে লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপি নেতা সবস্যাচী দত্ত। রবিবার সল্টলেকে প্রাক্তন তৃণমূল নেতা বলেন, লকডাউনে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নিজে মানুষকে লকডাউন মানার অনুরোধ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন প্রচেষ্টা অভুতপূর্ব বলে এদিন বর্ননা করলেন রাজারহাটের বিধায়ক সব্যসাচী দত্ত।
তিনি বলেন করোনা মুক্ত করতে হলে মানুষকে লকডাউন মানতে হবে। আর লকডাউন মানার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই মানুষের কাছে আবেদন জানিয়েছে। কাউকে ধমকে চমকে লকডাউন মানানো যায় না। মানুষকে বুঝিয়েই লকডাউন মানাতে হবে বলে জানান মুকুল রায় ঘনিষ্ঠ এই বিজেপি নেতা। তিনি বলেন, তবে এখনও কিছু মানুষ করোনার ভয়াবহতা বুঝতে পারছেন না। তাদের কাছেও আমি আবেদন করছি, এবার আপনারা লকডাউন মানুন। একমাত্র লকডাউনই পারে এই ভয়াবহতাকে রোধ করতে। করোনা পরিস্থির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। মানুষ যাতে সবসময় পরিষেবা পায় দুই সরকার সজাগ আছে বলে জানান বিজেপি নেতা সব্যসাচী দত্ত।