রাজ্যের ডাকা লকডাউনকে সমর্থনের আর্জি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ :
রাজ্যের ডাকা লকডাউন মানুষকে সমর্থন করতে আর্জি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, লকডাউনে আমি রাজ্যের মানুষকে সমর্থন করে ঘরবন্দি থাকার আবেদন করছি। কোনও মানুষ একদিন অযথা ঘরের বাইরে যাবেন না। একমাত্র ঘরবন্দি হলেই এইরোগ আটকানো যেতে পারে। সামাজিক যোগাযোগ মানুষের বন্ধ হলেই করোনা আটকানো সম্ভব বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। সোমবার বিকেলে গিরিশপার্কে তিনি এইকথা বলেন। করোনার সক্রমন থেকে বাঁচতে মানুষের মধ্যে মাস্ক বিলি করলেন তিনি। সেইসঙ্গে সাধারণ মানুষকে বারবার হাত ধোয়ার পরামর্শ দিলেন তিনি। কিভাবে হাত ধুতে হবে তাও সাধারণ মানুষকে দেখান বিজেপির এই কেন্দ্রীয় নেতা।

1 thoughts on “রাজ্যের ডাকা লকডাউনকে সমর্থনের আর্জি জানালেন বিজেপি নেতা রাহুল সিনহা

  1. দুলাল দাস says:

    নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আবেদন জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *