৫০০ জনকে দলে যোগদান করানোয় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ মাড়গ্রামে

আশিস মণ্ডল, রামপুরহাট, ২২ নভেম্বর: ৫০০ জনকে বিজেপিতে যোগদান করানোয় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙ্গচুর করা হয়েছে ওই বিজেপি নেতার বাড়ি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রামের রাখাপাড়ায়। রবিবার সকালে মাড়গ্রামের রাখাপাড়ার বাসিন্দা বিজেপির সংখ্যালঘু সেলের নেতা রেজাউল ইসলামের বাড়িতে চড়াও হয়ে ভাঙ্গচুর করা হয়। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে আহত হয়েছেন রেজাউল ইসলাম। বিষয়টি মাড়গ্রাম থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে।

রেজাউল ইসলামের দাবি, ২০ নভেম্বর মাড়গ্রামে তার নেতৃত্বে প্রায় পাঁচশোর বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপি দলে যোগদান করেন। সেই কারনে তার উপর চড়াও হয়ে তাঁর বাড়িতে ভাঙ্গচুর করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূল নেতা আলমগির শেখ বলেন, “রেজাউল এলাকার কয়েকজন যুবককে চাকরি নাম করে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়েছেন। সেই যুবকেরা টাকা ফেরত চাইলে গেলে তাদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় রেজাউল ইসলাম। সেই ঘটনা চাপা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের বিরূদ্ধে মিথ্য অভিযোগ করা হচ্ছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *