Sukanta, BJP, সবাই পারে না! কঠিন লক্ষ্য হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার জন্য বিজেপি পথে আছে ও থাকবে: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: সোমবার ধর্না মঞ্চ থেকে সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন আর জি কর কান্ডের বিচারের দাবিতে তাদের আন্দোলন কর্মসূচি লাগাতার চলবে। সেই মতো বুধবার একেবারে পথে নেমে মশাল মিছিল করে আন্দোলন শুরু করে দিল পদ্ম শিবির। আজ নাগের বাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত বিজেপির প্রতিবাদী মশাল মিছিল হয়।

আর জি কর কান্ডের বিচারের দাবিতে ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়ে পথে থেকে আন্দোলনের কথা জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই মতো বুধবার নাগেরবাজার থেকে দমদম পর্যন্ত বিজেপির বিরাট মশাল মিছিল হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, অরিজিৎ বক্সি সহ একাধিক নেতৃত্ব। উত্তর কলকাতা শহরতলী জেলার তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

এই মিছিলে পা মেলানোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন সুকান্ত মজুমদার। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অজ্ঞাতবাসে ছিলেন। এবার অজ্ঞাতবাস থেকে ফিরে দাবি করেছেন, তিনি নাকি বিচার যারা চাইছেন তাদের পাশে ছিলেন। এতদিন তাকে কোথাও দেখা যায়নি। অজ্ঞাতবাস থেকে কিভাবে তিনি পাশে ছিলেন সেটা বুঝতে পারিনি। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি না ওঠা প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, ডাক্তারবাবুরা কাজে ফিরবেন কিনা সেটা তাদের ব্যাপার। আমার মনে হয় কয়েকটা দাবি মেনে কখনোই বিচার দেওয়া হয় না বা জাস্টিস দেওয়া হয়নি। অভিযোগের সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, এসপিকে সরিয়ে যেভাবে এস টি এফের মাথায় বসিয়ে দেওয়া হল এটা তিরস্কার নয়, পুরস্কার। ডাক্তারবাবুরা যে দাবি নিয়ে নবান্নে যাচ্ছেন সেটাতো আছেই, কিন্তু নির্যাতিতার বিচারের দাবি শুধুমাত্র ডাক্তার বাবুদের দাবি ছিল না, গোটা পশ্চিমবঙ্গের মানুষের দাবি ছিল। আমরা চাই আসল বিচার হোক এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গদি থেকে সরলে তবেই হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানোর প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এটা কঠিন লক্ষ্য। এটা নিয়ে সবাই এগোতে পারে না আমরা জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য বিজেপি রাস্তায় আছে, আগামী দিনেও থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *