নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: কলকাতা পুরসভার বহু আসনে সেলিব্রেটি প্রার্থী দিচ্ছে বিজেপি। দিল্লি চাইছে কলকাতা, বিধাননগর পুরসভায় স্বচ্ছ মানুষদের বেশি করে প্রার্থী করতে। তার জন্য সদ্য দলে আসা টালিগঞ্জের কলাকুশলীদের পুরভোটে প্রার্থী করতে। তারজন্য কলাকুশলীদের সঙ্গে কথা বলাও শুরু করেছেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব।
সূত্রের খবর, চলতি মাসের শেষ সপ্তাহে কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে একটি বৈঠক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেই বৈঠকে কলকাতা পুরসভার প্রার্থী নির্বাচন ঠিক করা নিয়ে আলোচনা হবে। শুধু টলিগঞ্জের কলাকুশলী নয়, কলকাতা পুরসভার নির্বাচনে কয়েজন প্রাক্তন সাংবাদিক ও প্রার্থী হতে পারেন। এছাড়া সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিতদের প্রার্থী করার ব্যাপারে কথা শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। তবে সাংগঠনিক নেতাদেরও বঞ্চিত করতে চান না মুরলিধর সেন লেনের নেতারা। দাপুটে নেতাদের প্রার্থী করে তাদের দলে জায়গা করার কথা ইতিমধ্যেই বলেছেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়।
সূত্রের খবর কলকাতা পুরসভায় প্রায় ১০ জনের মতো টালিগঞ্জের কলাকুশলীকে বিজেপি প্রার্থী করতে পারে। তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে তাদের নামিয়ে দিয়ে পুরসভার নির্বাচন জমিয়ে দেবার পরিকল্পনা নিচ্ছে রাজ্য বিজেপি। এছাড়াও সমাজের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত মানুষের প্রায় ২০ জনের নাম বিজেপির তালিকায় আছেন বলে খবর। তবে সবাই যে সরাসরি নির্বাচনী রাজনীতি নামতে রাজি হয়ে গিয়েছেন তা নয়। তাদের বোঝাবার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন মুরলি ধর সেন লেনের নেতারা।