পুরভোটের মুখে বেহাল রাস্তায় জর্জরিত বালুরঘাট, ক্ষোভে ফুঁসছে শহর, ভোট বাক্সে জবাব দেবেন বলছেন বাসিন্দারা

আমাদের ভারত, বালুরঘাট, ১২ ফেব্রুয়ারি: পুরসভা ভোটের মুখে বেহাল রাস্তায় জর্জরিত বালুরঘাটের ডাকবাংলো পাড়ার বাসিন্দারা। ক্ষোভে ফুঁসছে শহর। ভোট বাক্সে জবাব দেওয়ার হুশিয়ারি স্থানীয়দের। দিনে রাতে জেলা পরিষদের পেছনের ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীরাও। নিত্যদিনের এমন সমস্যায় পড়েন অফিস যাত্রীরাও। শহরের ১০ এবং ১১ নম্বর ওয়ার্ডের মিলিত সংযোগস্থলের ওই রাস্তার দ্রুত সংস্কার চেয়ে বর্তমান পুরপ্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা থেকে পথ চলতি মানুষজনেরাও। ভোট বাক্সে এর জবার দেওয়ার পাশাপাশি অনেকে দিয়েছেন ভোট বয়কটের হুশিয়ারিও। ঘটনা স্বীকার করে বর্তমান পুরপ্রশাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সিপিএমের দেবপ্রিয় দাস। ঘটনা নিয়ে উদাসীনতার অভিযোগ তুলে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে বিজেপিও।

ঘটনা নিয়ে বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য তথা তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। তিনি বলেন, শহরের অধিকাংশ খারাপ রাস্তার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ওই রাস্তা মেরামত করা হবে।

বালুরঘাট পৌরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ডাকবাংলো পাড়ার প্রায় দুশো মিটার দীর্ঘ ওই ঢালাই রাস্তা শহরের ১০ এবং ১১ নম্বর ওয়ার্ডের মিলিতস্থলে অবস্থিত। বাসিন্দাদের অভিযোগ প্রায় দুই বছর আগে বাড়িবাড়ি পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর জন্য ওই রাস্তা খোড়া হয়েছিল। তারপর কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থা দায়সারা ভাবে রাস্তার সংস্কার করে চলে যায়। ফলে রাস্তার সিমেন্টের অংশ উঠে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে। স্লাব ভেঙ্গে বেশকিছু অংশে বেড়িয়ে এসেছে হাইড্রেনও। আর যাকে ঘিরে প্রতিনিয়ত চলাচল করতে সমস্যায় পড়ছেন শয়ে শয়ে সাধারণ মানুষ। সাইকেল মোটর সাইলেক নিয়ে যেতে দুর্ঘটনার কবলেও পড়তে হচ্ছে জনসাধারণকে বলে অভিযোগ। সকলেই দ্রুততার সাথে ওই রাস্তা সারাইয়ের দাবি তুলেছেন।

এলাকার বাসিন্দা ঝর্না মন্ডল জানিয়েছেন, তাঁদের বাড়ির সামনে এই রাস্তায় প্রচুর মানুষের চলাফেরা। কিন্তু দীর্ঘদিন রাস্তা বেহাল হয়ে থাকায় যাতায়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মাঝে মধ্যে লাইটও থাকেনা। তিনি ভোট বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

গৌতম বিশ্বাস ও শংকর দাসরা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল অবস্থা। বর্তমান পুরপ্রশাসক রাস্তা সারাইয়ের কোন উদ্যোগ নেয়নি। দ্রুততার সাথে এই রাস্তা সারাইয়ের উদ্যোগ নিক পুরসভার প্রশাসক বোর্ড।

বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন বলেন, অভিভাবকহীন পুরসভায় এর থেকে কি আর বেশী আশা করা যায়। তাঁরা এর বিরুদ্ধে আন্দোলনে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *