পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে মুখর সারা বাংলা। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের আন্দোলন অব্যাহত। আজ পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ কর্মসূচি করলো বিজেপি জেলা যুব মোর্চা। রবিবার বিকেল পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরের কালেক্টরেট অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির যুব মোর্চার সদস্যরা। প্রায় কয়েক শতাধিক যুব মোর্চার সদস্য পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে স্থানীয় ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভ করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক, জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস সহ অন্যান্যরা।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সবং এলাকার সমস্ত বিজেপি নেতা ও কর্মীরা। সেখানেই বিজেপি কর্মীদের রুখতে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয় সবং থানার তরফে।