সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৯ মে: বিধ্বংসী ঝড়ে পুরুলিয়া জেলার নষ্ট হয়ে যাওয়া বাড়ি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত তদন্তের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি জানাল বিজেপি। শুক্রবার পুরুলিয়া জেলাশাসকের উদ্দেশ্যে এই বিষয়গুলি উল্লেখ করে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন জেলা বিজেপি নেতৃত্ব। ওই দাবি পত্র কমিউনিটি কোয়ারেন্টাইনে থাকা মানুষের উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা ও সুযোগ সুবিধা প্রদানেরও উল্লেখ করা হয়।
এদিন দলীয় ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। উপস্থিত ছিলেন অন্যান্য জেলা কার্যকর্তারা। তিনি দাবি করে বলেন, ২৭ জুন পুরুলিয়া জেলার উপর দিয়ে বিশাল প্রাকৃতিক বিপর্যয় ঘটে যায়। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রচুর বাড়ি ভেঙ্গে পড়ে। আমরা চাই প্রশাসনিক স্তরে গুরুত্ব দিয়ে সেই সমস্ত বাড়ি নির্মাণের জন্য তদন্ত হোক। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া তিনি জানান, প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে সবজি ও ফসলের বিশাল ক্ষতি হয়েছে জেলায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই আমরা।