আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: উত্তরবঙ্গ মেডিকেল কলেজের করুণ অবস্থা নিয়ে অভিযোগ তুললেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ডঃ ইন্দ্রনীল খাঁ।
বুধবার তিনি একগুচ্ছ ছবি দিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, “উচ্চ ও পরাক্রমশালীদের পৃষ্ঠপোষক তথাকথিত ‘উত্তরবঙ্গ লবি’। তাদের তত্ত্বাবধানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের করুণ অবস্থা। কলেজ চত্বর জুড়ে গ্লাভস, প্লাস্টিক, চিকিৎসা সামগ্রী এবং আবর্জনা ফেলে দেওয়া। ২০২৩ সালের এপ্রিলের মর্মান্তিক দৃশ্য, যখন উত্তরবঙ্গ লবি পুরোদমে চলছিল।
আমরা বিশ্বাস করি, যে বা যারা তাদের নিজস্ব ক্যাম্পাসের যত্ন নেয় না, তারা পশ্চিমবঙ্গের ১০ কোটি বাসিন্দার স্বাস্থ্যসেবার যত্ন নেবে? আশ্চর্যের কিছু নেই যে রাজ্যের পুরো চিকিৎসক সম্প্রদায় ক্ষোভে রাস্তায় নেমেছে।”