আমাদের ভারত, বহরমপুর, ২৭ নভেম্বর: বিজেপির মহিলা মোর্চা দুই নেত্রীর হাতাহাতি। এই নিয়ে বহরমপুরে বিজেপি অফিসের সামনে উত্তেজনা। জানাগেছে মণ্ডলসভাপতি নির্বাচন নিয়ে হাতাহাতি হয়।
মঙ্গলবার প্রকাশ করা হয় ৯২টি মন্ডল সভাপতি নাম। আর তারপরেই মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে জেলা পার্টি অফিসে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে উত্তেজনা ছড়াল বহরমপুরে বিজেপি দলীয় কার্যালয় সামনে। সেই সময় রাজ্য বিজেপি মহিলা মোর্চার নেত্রী অনামিকা ঘোষের উপর আক্রমন করা হয় বলে অভিযোগ। বুধবার বিকেলে নিজের দলের নেতা ও কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় অনামিকা ঘোষকে।
রাজ্য বিজেপি মহিলা মোর্চার নেত্রী অনামিকা ঘোষ বলেন, বুধবার বিকেলে একটি মহিলা মোর্চার মিছিল ছিল বহরমপুর শহরে, তখন আমার উপর আক্রমন হয়।
তৃণমূল দল থেকে সম্প্রতি বিজেপিতে আসেন কাঞ্চন মৈত্র তার নেতৃত্বে আগেও নিগৃহীত হতে হয় বহরমপুরে বিজেপি কর্মীদের। বুধবার বিকেলে বহরমপুর শহরে মহিলা মোর্চার মিছিল শুরু হওয়ার আগেই জেলা সম্পাদিকা বাণী গাঙ্গুলী ও তার স্বামী সৃজন রায় আমার উপর চড়াও হয়। পাশাপাশি প্রদীপ সিনহা যাকে বহরমপুর দক্ষিণের বিজেপি মন্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে, সে কোনও দিন বিজেপি করেনি। মন্ডল সভাপতি নিয়ে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ তোলেন অনামিকা ঘোষ।