তিনে তিন, রিপোর্ট জমা পড়লো রাজ্য বিজেপির দফতরে

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ নভেম্বর: উপনির্বাচনের তিনটি কেন্দ্রেই জয়ের রিপোর্ট জমা দিল দলের নির্বাচনী পর্যবেক্ষকরা। রিপোর্টে বলা হয়েছে তিনটিতেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। তবে, খড়্গপুরে গতবারের তুলনায় ভোটের ব্যবধান কমবে। আর সব থেকে বেশি ভোটে জিতবেন কালিয়াগঞ্জের প্রার্থী।

নদীয়ার করিমপুরে বিজেপি প্রার্থী ৪- ৫ হাজার ভোটে জিতবেন জয়প্রকাশ মজুমদার। এমন রিপোর্ট তৈরি করেছেন করিমপুর বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা। রিপোর্ট বলা হয়েছে এই বিধানসভার সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট বাম, কংগ্রেস জোটের দিকে চলেগেছে। তারা এনআরসির মতো ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন না বলেও রিপোর্টে উল্লেখ করাহয়েছে। আর সংখ্যালঘু ভোট বাম, কংগ্রেস জোটের দিকে চলে যাওয়ায় সুবিধে হয়েছে বিজেপির। যার সুফল পাবেন করিমপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

অন্যদিকে খড়গপুর বিধানসভার উপনির্বাচনে দিলীপ ঘোষ অনুগামী প্রেমচাঁদ ঝা জিতবেন ১০ হাজার ভোটে। এই কেন্দ্রে নেপথ্যে মূল লড়াই হয়েছে শুভেন্দু অধিকারী বনাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। খড়গপুরের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা মনে করছেন বিলগ্নীকরন ও অর্থনৈতিক মন্দার মতো কিছু ইস্যু বিজেপির বিপক্ষে কাজ করেছে। তবে তা শহরের সামান্য কিছু ভোটারদের মধ্যে। তাই সবকিছু মিলিয়ে এই কেন্দ্রে জয় দেখছেন বঙ্গ বিজেপির নেতারা।

কালিয়াগঞ্জে সব থেকে বেশি ব্যাবধানে জয় আসবে বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কমল সরকার ২০ হাজার ভোটে জিতবেন বলে রিপোর্ট জমা পড়েছে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রতাপ ব্যানার্জির কাছে তিন কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষকরা রিপোর্ট জমা করেছেন। যদিও এই রিপোর্ট নিয়ে মুখ খুলতে চাননি রাজ্য বিজেপির সাধারন সম্পাদক প্রতাপ ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *