আমাদের ভারত, ব্যারাকপুর, ১ এপ্রিল: ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং অর্জুন সিং এর পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্র দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত দু’জনে মিলে খড়দহের শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে নিজেদের প্রচার শুরু করলেন। দমদমের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌগত রায় এবং বাম প্রার্থী সুজন চক্রবর্তীর বিরুদ্ধে লড়াই করতে চলেছেন শিলভদ্র দত্ত। অপর দিকে ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়ছেন অর্জুন সিং।
প্রসঙ্গত অর্জুন সিং এবং শিলভদ্র দত্ত দীর্ঘদিনের বন্ধু, কারণ তারা এর আগে দু’জনেই তৃণমূলের নেতা ও বিধায়ক ছিলেন। পরবর্তীতে শিলভদ্র দত্ত বিজেপি চলে যান। তারপর অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, এবং ২০১৯ সালে বিজেপির টিকিটে জয় লাভ করে সাংসদ হন। তবে পরবর্তীতে অর্জুন সিং তৃণমূলে ফিরে গেলেও শীল ভদ্র দত্ত বিজেপিতে ছিলেন এবং ২০২৪ সালে তিনি দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। আর তার বন্ধু অর্জুন সিং বিজেপিতে ফিরে এসেছেন। তবে দু’জনে যেই দল করুক না কেন তাদের বন্ধুত্ব যথেষ্ট নিবিড়। তাই বিজেপির টিকিট পেয়ে দু’জনে এক মন্দিরে এসে একসাথে পুজো দিয়ে বিজেপির জয়লাভের ও তৃণমূল সরকারের পতনের প্রার্থনা করলেন।