BJP, Bankura, বিষ্ণুপুরে জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, বাঁকুড়ায় পরাজিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ মে: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মানলেন বাঁকুড়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি বিধায়ক অরূপ চক্রবর্তীর কাছে ৩৩ হাজারের বেশি ভোটে পরাজিত হলেন।

বাঁকুড়া জেলার দুটি আসন ধরে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ হেভিওয়েট নেতারা প্রচারে আসেন। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমানভাবে প্রচার করেন বাঁকুড়ায়। এমনকি পরপর তিনদিন তিনি বাঁকুড়ায় সভা করেন। কিন্তু বিষ্ণুপুরের আসনটি সৌমিত্র খাঁ ধরে রাখতে সমর্থ হলেও বাঁকুড়া আসনটি হাতছাড়া হলো বিজেপির। টানটান উত্তেজনার পর বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ পাঁচ হাজার এর বেশি ভোটে জয়ী হয়েছেন।

আজ গণনা কেন্দ্রের সামনে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল। বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে থাকেন। লড়াই যে হাড্ডাহাড্ডি তা সকলেই একপ্রকার নিশ্চিত ছিলেন।কিন্তু বেলা গড়াতেই সুভাষবাবুকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকেন অরূপ চক্রবর্তী।

ভোটে পরাজয় স্বীকার করে সুভাষবাবু বলেন, এই রায় মেনে নিয়ে দলীয় স্তরে পর্যালোচনা করা হবে।

বিজয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, মা মাটি মানুষের জয় হয়েছে। আগামী দিনে বাঁকুড়ায় প্রস্তাবিত শিল্প করিডর নির্মাণ হবে, এটাই তার প্রথম কাজ।

এদিকে সুভাষবাবুর পরাজয়ের খবর জানাজানি হতেই বাঁকুড়াজুড়ে হতাশা লক্ষ্য করা যায়। অনেকেই বিশ্বাস করতে পারছেন না বলে তাদের মতামত ব্যক্ত করেন। অপরদিকে অরূপবাবুর জয়ে আনন্দে আবির মেখে বিজয়োল্লাসে মাতেন তৃণমূল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *