পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: সকাল থেকেই প্রচারে ব্যস্ত ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে ঘাটাল লোকসভার অন্তর্গত পিংলা বিধানসভা কেন্দ্রের মাদপুর মনসা মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী হিরণ।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুথি হয়ে হিরণ জানান, ঘাটালের মানুষের জীবনে যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি হয়। গরিব শিক্ষিত ছেলে মেয়েদের যেনো চাকরি হয় এটাই আজ মায়ের কাছে প্রার্থনা করলাম।