Hiron, BJP, Khudiram Bose, শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে কেশপুরে ভোট প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪
মে: কেশপুর তথা ভারতবর্ষের বীর শহিদ ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে মহাবনীতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। শহিদ ক্ষুদিরাম বসুর গলায় মাল্যদান করে এলাকায় ভোট প্রচার করেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ। শহিদের গ্রাম, মোহমণির সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এই বিজেপি প্রার্থী। জানতে চান শহিদের গ্রামের মানুষজন কেমন রয়েছে।

গ্রামের মানুষজন হিরণকে কাছে পেয়ে কার্যত তাদের কাতর আর্জি জানান। মৃদুকন্ঠে বলেন এখনো শহিদের গ্রামে বেশিরভাগ পরিবারের নেই কোনো বাথরুম ও পাকা ছাদ। অথচ রাজ্য সরকার এই গ্রামকে মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছে অনেক দিন আগেই। মডেল গ্রাম ঘোষণা করার পরও হয়নি পাকা বাড়ি। রাস্তাঘাটও সেভাবে নেই বললেই চলে। পানীয় জলের সমস্যা তো রয়েই গেছে।

তবে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হলে এইসব মানুষের পাশে দাঁড়াবেন তিনি। মহাবনি থেকে খেতুয়া হয়ে কোটা এবং পাঁচখুরি এলাকায় জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারেন হিরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *