সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ এপ্রিল: আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিছিলে জুতো পালিশ করে চমক দিলেন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। শুধু তাই নয়, এক ঢিলে দুই পাখি মারলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। অন্ততঃ রাজনৈতিক পর্যবেক্ষকদের এমনই অভিমত।
আজ সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এক মিছিলের আয়োজন করেন তিনি। বাঁকুড়ার মাচানতলা মোড় থেকে লালবাজার পর্যন্ত মিছিলে বহু মানুষ যোগ দেন।এই মিছিলের মাধ্যমে তিনি যেমন বাবা সাহেবের প্রতি শ্রদ্ধা জানান, তেমনই মিছিলের মাধ্যমে ভোটের প্রচারও সারেন। এছাড়াও আরো চমক দেন তিনি এদিনের মিছিলে।নমিছিল চলাকালীন হঠাৎই তিনি নিজের জুতো পরিষ্কার ও পালিশ করতে শুরু করেন। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, কোনও কাজই ছোট নয়, নিষ্ঠার সাথে কাজ করলে সাফল্য ও আসে।
এদিন সাত সকালেই কর্মী সমর্থকদের নিয়ে সুভাষবাবু মাচানতলা মোড়ে স্হানীয় ও পথচলতি মানুষদের সাথে পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন। মাচানতলা মোড় থেকে মিছিলের যাত্রা শুরু হয়। হুড খোলা জিপে তার সঙ্গী ছিলেন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি।
এদিনের মিছিলে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানার সঙ্গে সাংসদ ডাঃ সুভাষ সরকারের মধ্যে দূরত্বের যে খবর লোকমুখে প্রচার হয়েছে তা ভুল বলে প্রমাণিত হলো। কর্মীরা এই দাবি করলেও তা কতটা আন্তরিক তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এদিনের মিছিলে ভালো রকম লোক জমায়েত জনমানসে ভালো প্রভাব ফেলে যা কর্মীদের উৎসাহের কারণ।