আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ মার্চ: তৃণমূলের ঠ্যাঙ্গারে বাহিনীকে চরম হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আজ বিকেলে নৈহাটিতে দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে বর্ণাঢ্য পদযাত্রার ডাক দিয়েছিল ব্যারাকপুর বিজেপি। নৈহাটির নদীয়া মিল সংলগ্ন কাঠপোল মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে গরুরফাঁড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এই পদযাত্রায় সামিল হয়ে অর্জুন সিংয়ের হুঁশিয়ারি, ঠ্যাঙ্গারে বাহিনী সাবধান হয়ে যাও। যেই নেতার কথায়, মানুষের ওপর অত্যাচার করছো। সেই নেতা কিন্তু ফোন বন্ধ করে পালিয়ে যায়। ঘাসফুলকে নিশানা করে এদিন বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল দলটা ‘ফোপড়া’ হয়ে গিয়েছে। তৃণমূলের ধস নামলে ওদের আর খুঁজে পাওয়া যাবে না। পদযাত্রায় এত মানুষের সমাগম নিয়ে তাঁর প্রতিক্রিয়া, মানুষ মোদীজীর গ্যারান্টিকে বিশ্বাস করে। তাই পদযাত্রায় এত মানুষের ঢল।