আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ মার্চ: তড়িৎ তোপদারের পর এবার কাঁকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডের পিতা বর্ষীয়ান ধনুষ ধারী পান্ডের আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সমাজে যথেষ্ট সুনাম আছে পূজারী ধনুষ ধারী পান্ডের। তবে প্রিয়াঙ্গুর স্ত্রী জ্যোতি পান্ডে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রিয়াঙ্গুর বাড়িতে বিজেপি প্রার্থীর আগমন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি ঘাসফুল বদল করে প্রিয়াঙ্গু গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন?
যদিও প্রিয়াঙ্গু বলেন, অর্জুন দা তাঁর অভিভাবক। অর্জুন দার হাত ধরেই তাঁর রাজনীতিতে প্রবেশ। উনি বাবার আশীর্বাদ নিতে এসেছিলেন। অপেক্ষা করুন। সময় আসলে অনেক কিছু দেখতে পারবেন।
অর্জুন সিং বলেন, কাঁকিনাড়া অঞ্চলের পন্ডিত ব্যক্তি বর্ষীয়ান ধনুষ ধারী পান্ডে। ওনার আশীর্বাদ নিলাম। সমাজে ওনার যথেষ্ট প্রভাব আছে। সম্পর্কে ওনি বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডের পিতা। যুদ্ধে চানক্যের প্রয়োজন আছে। ছোট ভাই প্রিয়াঙ্গুকে সঙ্গে নেব।