আমাদের ভারত, নদীয়া, ১৩ মে: নির্বাচনে শেষের দিকে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বেলেমাঠে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত হলেন। অপর এক বিজেপি কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল। আক্রান্ত হয়েছেন বুথ সভাপতি সুব্রত ঘোষ, মাথা ফেটে গুরুতর জখম করা হয়েছেন বিদ্যুৎ ঘোষ নামে এক বিজেপি কর্মী।
বিজেপির অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা এই কাজ করেছে। অবিলম্বে এদের গ্রেপ্তারের দাবিতে ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার দলের সভাপতি পার্থ সারথি চ্যাটার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ জেলা নেতৃত্বরা। কয়েকশো বিজেপি কর্মী ফুলিয়া ফাঁড়ি ঘেরাও করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, শান্তিপুর থানার পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
জেলা সভাপতি পার্থসারথি চ্যাটার্জি জানান, সব জায়গায় সুষ্ঠুভাবে ভোট হলেও শান্তিপুর থানায় বারংবার অশান্তি চলছে। শান্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।