BJP, Bankura, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাঁকুড়ায় বিজেপির পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ আগস্ট: আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসক পড়ুয়ার উপর পাশবিক অত্যাচার ও নৃশংস খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ দুপুরে বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে কেরানীবাঁধে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। বাঁকুড়া শহরের অন্যতম প্রবেশপথ অবরুদ্ধ হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রাক্তন সাংসদ ডঃ সুভাষ সরকার, বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা, বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল প্রমুখ এই অবস্হান বিক্ষোভে নেতৃত্ব দান করেন।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল জানান, আরজিকর কান্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ জেলার সমস্ত থানা, মন্ডলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *