আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ডিসেম্বর: বিজেপি নেতৃত্বের ওপর আক্রমণের প্রতিবাদে গতকালের পর আজও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ, থানা ঘেরাও ও পথ অবরোধ করল বিজেপির নেতা কর্মীরা। পড়ানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল।
তমলুকে বিজেপির আক্রোশ মিছিল করা হয়। ডায়মন্ড হারবার যাওয়ার পথে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর আক্রমণের প্রতিবাদে এই আক্রোশ মিছিল করা হয়। তমলুক শহরের জেলখানা মোড় থেকে আক্রোশ মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে হাসপাতাল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে হাসপাতাল মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। তমলুকের এই আক্রোশ মিছিলের নেতৃত্ব দেন বিজেপির তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েক। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক মন্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডায়মন্ডহারবারের ঘটনায় অপরাধীদের গ্রেফতার না করা হলে ফের আন্দোলনে নামবে বিজেপি। এই দাবি নিয়ে হলদিয়ার মাখনবাবুর বাজারে বিজেপি কর্মী-সমর্থকরা পথ অবরোধ করে। প্রায় আধ ঘন্টা পথ অবরোধ করে রাখার পরে অবরোধ ওঠে।
ভগবানপুরে থানা ঘেরাও ও পথ অবরোধ করা হয়।
ডায়মন্ডহারবারে যাওয়ার পথে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা সহ একাধিক নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে ভগবানপুর থানায় বিক্ষোভ ও ডেপুটেশনের দেওয়া হয়। থানায় ডেপুটেশনের পাশাপাশি টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলার ভগবানপুর পূর্ব মন্ডল সভাপতি স্বপন প্রধান ও পূর্ব মন্ডল সভাপতি স্নেহাশিষ আচার্য সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি হয়।
ভগবানপুর থানার সামনেও বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। পাশাপাশি থানা ঘেরাও শেষ করে ভগবানপুর বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। যাঁর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এগরা-বাজকুল বাস রাস্তায়।
এছাড়াও কাঁথি, রামনগর, এগরা, পটাশপুর, খেজুরি সহ বিভিন্ন জায়গাতে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।