উত্তরপ্রদেশে ব্লক পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিজেপি, ধরাশায়ী অখিলেশের দল

আমাদের ভারত, ১০ জুলাই: জেলা পঞ্চায়েতের পর এবার উত্তর প্রদেশের ব্লকপঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচনেও বড়সড় জয় পেতে চলেছে পদ্ম শিবির। শনিবার রাজ্যের ৪৭৬টি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচন হয়। তার মধ্যে ৩৪৯ টি পদে কোনও প্রতিদ্বন্দ্বিতায় হয়নি। এরমধ্যে ৩৩৪ আসনেই জিতে গিয়েছে বিজেপি। সেখানে সমাজবাদী পার্টি জিতেছে মাত্র ৭টিতে।

রাজধানী লখনৌ এবং অখিলেশের প্রাক্তন নির্বাচনী কেন্দ্র কনৌজের সবগুলি ব্লক পঞ্চায়েতের চেয়ারম্যান পদে জিতেছে বিজেপি। আগ্রা জেলাতেও জিতেছে বিজেপি। সিতাপুর জেলার ১৯টির মধ্যে ১৫টি এবং হরদৌ জেলার ১৯টির মধ্যে ১৪টি বিজেপি জিতেছে। মুজাফফরনগর জেলার ৯টি ব্লক পঞ্চায়েতের মধ্যে ৮টি তে বিজেপি জিতেছে। রাষ্ট্রীয় লোকদের ঝুলিতে রয়েছে একটি।

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে জেতা মোট আসন সংখ্যার হিসেবে গত মে মাসে বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছিল সমাজবাদী পার্টি। কিন্তু দু’মাসের মধ্যেই ছবি পাল্টে যেতে শুরু করল। জেলা ও ব্লক স্তরের পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচনে অধিকাংশ ক্ষেত্রে জয়লাভ করেছে বিজেপি। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টি সহ বিরোধী বেশকয়েকটি দল যোগী সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নির্দল অন্যান্য দলগুলোর জয়ী প্রার্থীদের সমর্থন আদায়ের অভিযোগ তুলেছে।

মে মাসের ভোটে রাজ্যের ৭৫টি জেলা পঞ্চায়েতের ৩০৫০ টি আসনের মধ্যে বিজেপি জোট সঙ্গীকে সাথে নিয়ে ৯০০-র একটু বেশি আসন যেতে। অন্যদিকে সমাজবাদী পার্টিও প্রায় সমসংখ্যক আসন পেয়েছে। বিএসপি পেয়েছে ৩১৫, কংগ্রেস পেয়েছে ১২৩ নির্দল পেয়েছে প্রায় ১০০০ বেশি আসন। কিন্তু সম্প্রতি ৬৭টি জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান পদে জিতে গেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *