আমাদের ভারত, হাওড়া, ১০ ডিসেম্বর: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপি নেতাদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি হাওড়া গ্রামীণ জেলা। এদিন বিকেলে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ-সভাপতি রমেশ সাধুখাঁর নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা উলুবেড়িয়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন বিজেপি নেতা কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, এদিন সন্ধ্যেয় বিজেপি নেতা কর্মীরা ১৬ নং জাতীয় সড়কে খলিশানী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিনের এই অবরোধের ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এখানেও প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের হঠিয়ে রাস্তা অবরোধ মুক্ত করে।