সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ডিসেম্বর: বিষ্ণুপুর- তারকেশ্বর রেলপথে ট্রেন ছুটলো বড় গোপালপুর পর্যন্ত। এই রেলপথে গতকালই গোপালপুর পর্যন্ত পরীক্ষামূলক ভাবে ট্রেন চালায় রেলওয়ে সেফটি বিভাগ। আশা করা হচ্ছে ময়নাপুর পার হয়ে গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলাচল করতে শুরু হবে খুব শীঘ্রই।
উল্লেখ্য, বিষ্ণুপুর থেকে ময়নাপুর ট্রেন চলাচল আগেই শুরু হয়েছিল। গতকাল ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত রেলপথ পরীক্ষার কাজ সম্পন্ন হল। পরীক্ষামূলক ভাবে ওই পথে চালানো হয় ট্রেন। এই পরীক্ষা সফল হলে খুব দ্রুতই ট্রেন চলাচল শুরু হবে।
ভাবাদিঘি সমস্যায় দীর্ঘদিন ধরে আটকে থাকা এই রেললাইন নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।অন্যদিকে ভবাদিঘী সমস্যা কাটার পর কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের বাসিন্দারাও আন্দোলনে নেমেছিলেন। সেই জটও কাটিয়ে ওঠা গেছে। তাই এবার বিষ্ণুপুর- তারকেশ্বর রেল চলাচলে কোনও বাধা রইল না বলেই মনে করছেন বাঁকুড়াবাসী।
মন্দির নগরী বিষ্ণুপুরের সঙ্গে হুগলির গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তারকেশ্বরকে যুক্ত করার এই রেলপথ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চলছে। ময়নাপুর এবং বড় গোপীনাথপুরের মধ্যে ৭.৫২ কিলোমিটার দৈর্ঘ্যের রেললাইন পরীক্ষা জন্য শুক্রবার ট্রেন চালানো হলো।বড় গোপিনাথপুর এবং জয়রামবাটির মধ্যে ৭.১ কিমি লাইন বসানোর কাজ দ্রুত শেষ হবে বলে আশা করা হচ্ছে। গোঘাট ও ময়নাপুরের মধ্যে লাইন বসানোর কাজ শেষ হলে এই লাইনের গুরুত্ব অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিন এই নয়া পথে ট্রেন চলাচল দেখতে ভিড় জমায় উৎসাহী মানুষ।
বিশেষ সূত্রে জানাগেছে, এই লাইনে সমস্ত বড় এবং ছোট সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। মোট ৩৩টির মধ্যে ৩১টি ছোট সেতু, সীমিত উচ্চতার সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। ৩টি বড় সেতু নির্মাণের কাজের জন্য সাবস্ট্রাকচার এবং গার্ডার তৈরির কাজ সম্পন্ন হয়েছে। পয়েন্ট ও ক্রসিং-এর সঙ্গে ট্র্যাকের সংযোগ এবং ব্যালাস্টিং-এর কাজ চলছে। ইলেকট্রিক ট্র্যাকশনের জন্য ভিত্তি নির্মাণ করা হয়েছে। সিগন্যালিং ক্যাবল (ওএফসি) বসানোর কাজও শুরু হতে চলেছে। শীঘ্রই সম্পূর্ণ রূপে ট্রেন চলাচল করবে বলে দিন গুনছেন বাঁকুড়া- হুগলীর সন্নিহিত এলাকার বাসিন্দারা।