স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ মার্চ:
করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা এড়াতে উদ্যোগী হল নদিয়ার শান্তিপুর পৌরসভা। বুধবার থেকে এই পুরসভায় বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সাময়িকভাবে বন্ধ রাখা হল। চালু করা হয় খাতায় অ্যাটেনডেন্স। ওই পুরসভার প্রায় চারশো কর্মীর সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শান্তিপুরের পৌরপ্রধান অজয় দে।
এছাড়াও সাফাই কর্মীদের সচেতন করতে ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে তাদের মধ্যে বিলি করা হয়েছে সাবান। অফিসে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার।