নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ নভেম্বর:
ইডেনে টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না বিমান বন্দ্যোপাধ্যায়। ‘গোলাপি বলে’ দেশের প্রথম টেস্ট ম্যাচের উদ্বোধনে তাঁকে আমন্ত্রন জানিয়েছে সিএবি। তবে বিধায়করা ম্যাচের টিকিট না পাওয়ায় সিএবির ভূমিকায় ক্ষুব্ধ হয়েছেন বিধানসভার স্পিকার। বিধানসভায় সিএবির টিকিট পাঠানো উচিত ছিল বলে মনে করেন বিমান বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বিধায়করা টাকা দিয়ে ভারত, বাংলাদেশ টেস্ট ম্যাচের টিকিট কিনতো। সিএবি বিধায়কদের টিকিট না পাঠিয়ে রাজ্য বিধানসভাকে অপমান করেছে বলে মনে করছেন বিমান বন্দ্যোপাধ্যায়। আর রাজ্য বিধানসভার অপমান কোনও মতেই মেনে নেওয়া যায় না। আমার বিধায়করা খেলা দেখতে যাওয়ার টিকিট পাননি সেই কারণে আমিও উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাব না বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
যদিও এ প্রসঙ্গে সিএবি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে ভারত বাংলাদেশ ম্যাচের উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।