পশ্চিম মেদিনীপুরের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম ‘প্রকৃতি বাঁচাও’, সম্পন্ন হলো খুঁটি পুজো

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: আর ৪০ দিন পর মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে এখন খুঁটি পুজোর ধুম। পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বেশিরভাগ মণ্ডপেই খুঁটি পুজো অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পথে। রবিবার সকালে শহরের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজা সম্পন্ন হল। বিধাননগরের পুজো এবার ৪৫ বছরে পড়লো। এবার তাদের প্যান্ডেল সেজে উঠবে ‘প্রকৃতি বাঁচাও’ থিমে।

রবিবার খুঁটি পুজো শেষে যুগ্ম সম্পাদক সুসীম মুখার্জি এবং পার্থপ্রতিম চক্রবর্তী জানান, “যেভাবে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। তাতে পৃথিবীর ধ্বংস ত্বরান্বিত হচ্ছে। তাই, সাধারণ মানুষের কাছে যাতে ন্যূনতম একটা বার্তা দেওয়া যায়, সেই জন্যই প্রকৃতি বাঁচানোর থিম’কে অন্যতম মডেল হিসাবে তুলে ধরা হচ্ছে।”

সভাপতি সুশান্ত মহাপাত্র জানান, মেদিনীপুরের অন্যতম এই বৃহৎ পুজো মন্ডপে লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় হয়। সেজন্য প্রতি বছর জেলা প্রশাসন থেকে একটি পুলিশ ক্যাম্প মাঠের মধ্যে ২৪ ঘন্টা থাকে। এছাড়াও, এবারও ৫ দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, প্রসাদ বিতরণ প্রভৃতি আয়োজন থাকছে।

স্থানীয় কাউন্সিলর মৌ রায় জানান, চতুর্থীর দিন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ পুজোর উদ্বোধন করবেন।

1 thoughts on “পশ্চিম মেদিনীপুরের বিধাননগর সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম ‘প্রকৃতি বাঁচাও’, সম্পন্ন হলো খুঁটি পুজো

Leave a Reply to Home painting services near me Cancel reply

Your email address will not be published. Required fields are marked *