Bharti Ghosh, Debra, ভারতী ঘোষের উদ্যোগে ডেবরার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বন্যা কবলিত করণ্ডা, জোতনারায়ণ এলাকায় বিতরণ করা হলো ত্রাণ সামগ্রীর।

এদিন বিকেলে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ, সমাজসেবী তন্ময় দাসের উপস্থিতিতে বন্যা দুর্গত প্রায় ১০০ জন মানুষকে ত্রিপল এবং মোট ৫০০ জনকে বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসে এই এলাকার সাংসদ অভিনেতা দেবের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করেন ভারতী ঘোষ। তিনি বলেন, দেবের সংসদ এলাকার মানুষদের বন্যায় দূরাবস্থা, তা দেখতে আসার মতো সময় নেই দেবের কাছে। সেই সাংসদকে নিয়ে মন্তব্য করে সময় অপচয় করা বৃথা। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভারতী ঘোষের কটাক্ষ, বিগত ১৩ বছরে মাস্টারের “ম” প্ল্যানের “প” সাংসদের “স” আর বিধায়কের “ব” দেখতে পেলাম না।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আইএস অফিসারের স্ত্রীর ধর্ষনের ঘটনা প্রসঙ্গে বলেন, এটা খুবই লজ্জাজনক পরিস্থিতি। তিনি বলেন, রাজ্য সরকারের উচিত এমন ব্যবস্থা করা যাতে ধর্ষকদের ৭ দিনের মধ্যে ফাঁসি দেওয়া হয়। পুলিশকে সক্রিয় হতে হবে। তাদের নিজেদের কাজে মনোনিবেশ করতে হবে। তা না হলে কেউ পুলিশকে সম্মান করবে না। বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, যে জনগণের ভোটে সরকার গঠিত হয়েছে তার দায়িত্ব জনগণকে রক্ষা করা এবং তাদের ন্যায়বিচার দেওয়া। কিন্তু তা না করে পুলিশ কেবল অর্থ আদায় এবং বিরোধীদের পিছনে লেগে রয়েছে। বলা যায় রাজ্যের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *