পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ অক্টোবর: শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন এলাকার কয়েকশো সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি।
এদিন ফের ঘাটাল মাষ্টার প্ল্যান নিয়ে সাংসদ দেবকে তীব্র কটাক্ষ করেন ভারতী ঘোষ। এছাড়াও তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রধানমন্ত্রীকে এর আগেও জানিয়েছেন, আবারও চিঠি দিয়ে জানাবেন। পাশাপাশি
এদিন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে নিশানা করেন ভারতী ঘোষ।