‘পকেটমার সরকার হইতে সাবধান’, বিদ্যুৎ মাশুল নিয়ে বার্তা শুভেন্দুর

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: ক্রমবর্ধমান বিদ্যুৎ মাশুল নিয়ে প্রতিবাদ আন্দোলনে পূর্ণ সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার তিনি এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “’বিদ্যুৎ গ্রাহক সমিতি’র প্রতিবাদ আন্দোলনে আমার পূর্ণ সমর্থন রইলো। ওনাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত, এবং এই বিষয়ে আগেও আমি বিধানসভার ভেতরে ও বাইরে সোচ্চার হয়েছি।

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারের অতি চালাকি ধরা পড়ে গেছে। চুপি চুপি বিভিন্ন খাতে দর বৃদ্ধি করে বিদ্যুতের বিল ব্যাপক ভাবে বাড়িয়ে দিচ্ছে এই সরকার। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এর একটা হেস্তনেস্ত না করলেই নয়। এই ভাবে লুকিয়ে চুরিয়ে দাম বৃদ্ধি, পকেটমারির সমান। পকেটমার সরকার আর নেই দরকার।”

1 thoughts on “‘পকেটমার সরকার হইতে সাবধান’, বিদ্যুৎ মাশুল নিয়ে বার্তা শুভেন্দুর

Leave a Reply to Home Painting Contractors and Painters in kolkata Cancel reply

Your email address will not be published. Required fields are marked *