অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৫ জুন: পণ্ডিত রঘুনাথ মুর্মূ ছিলেন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত ‘অলচিকি’ লিপির উদ্ভাবক ছিলেন। উইকিপিডিয়াতে তাঁর পদবীর বানান লেখা মুর্মূ।
উইকিপিডিয়া ভারতের ভাবী রাষ্ট্রপতি দ্রৌপদীর পদবীর বানান হিন্দিতে লিখেছে মুর্মূ। কিছু প্রচারমাধ্যমে মূ ও মু-এর মিশ্রন দেখা যাচ্ছে।
কিন্তু আনন্দবাজার পত্রিকা, একদিন প্রভৃতি কিছু দৈনিক দুটোই উ কার ব্যবহার করে লিখছে মুর্মু।
বিজেপি বিধায়ক জুয়েল তাঁর নিজের পদবীর বাংলা বানান লিখেছেন মুর্মু। প্রাক্তন উপাচার্য, অধ্যাপক ডঃ পবিত্র সরকারকে জিজ্ঞাসা করায় উনি জানালন, “এটা সংস্কৃত নয়, তাই দুটোই হ্রস্ব উ-কার হবে।“ প্রাক্তন উপাচার্য তথা বাঙলার অভিজ্ঞ অধ্যাপক ডঃ অচিন্ত্য বিশ্বাস এই প্রতিবেদককে জানালেন, “মুর্মু লেখাই ঠিক।“ ওডিয়া সমাজের অন্যতম কর্তাব্যক্তি, পূর্ব রেলের প্রাক্তন মুখ্য জনসংযোগ অফিসার রবি মহাপাত্রকে প্রশ্ন করেছিলাম, আপনি কী বলেন? তাঁর চটজলদি জবাব, “পদবীর দুটোই উ-কার।”
***